স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে আবারও হারল ম্যানচেস্টার ইউনাইটেড। গত রাতে ওল্ড ট্রাফোর্ডকে স্তব্ধ করে এফসি বোর্নমাউথ জিতেছে ৩-০ গোলে। চলতি মাসে লিগে তিন ম্যাচে এরিক টেন হাগের দলের এটি দ্বিতীয় হার। আর তাতে চাপটা আরও বেড়ে গেলে ডাচ কোচের ওপর। বোর্নমাউথের পক্ষে ডমিনিক সোলাঙ্কি, ফিলিপ বিলিং ও মার্কাস সেনসি একটি করে গোল করেন।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে টেন হাগ নিজেদের শুরুর পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে পারফর্ম করার জন্য আমরা যথেষ্ট ভালো দল নই। আমি অবশ্যই বিরক্ত, হতাশ। আমি ভিন্ন কিছু আশা করেছিলাম। ম্যাচে আমরা যেভাবে শুরু করেছি, তা মোটেও ভালো ছিল না। খুব খারাপ ছিল।’
নিজেদের মাঠে গত দুই ম্যাচ জয়ের পর ফের হারের তেতো স্বাদ পেয়েছে ‘রেড ডেভিল’ খ্যাত ম্যান ইউ। এই হারে ১৬ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে লিগে ষষ্ঠ স্থানে আছে তারা। ১৯ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে বোর্নমাউথ। ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে লিভারপুল। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post