স্পোর্টস ডেস্ক:: ম্যাচ জিততে ওয়ার্নারকে হেলিকপ্টারে উড়িয়ে এনেছিলো সিডনি থান্ডার। তবে দলকে জেতাতে পারেননি অজি এই তারকা। হেলিকপ্টারে চড়ে মাঠে এসে করেছেন ঘুম পাড়ানি ব্যাটিং। ৩৯ বলে মাত্র ৩৭ রান করতে পেরেছেন ওয়ার্নার। তার দল সিডনি থান্ডার হেরেছে সিডনি সিক্সার্সের কাছে।
বিগ ব্যাশের দল সিডনি থান্ডার বড় অঙ্কের পারিশ্রমিক দিয়েই ডেভিড ওয়ার্নারকে দলে নিয়েছে। ভাইয়ের বিয়ের ব্যস্ততায় দলের সঙ্গে আগে যোগ দিতে পারেননি। সিক্সার্সের বিপক্ষে থান্ডার তাই ম্যাচের আগ মূহুর্তে হেলিকপ্টারে করে উড়িয়ে আনে তাকে মাঠে।
ভাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সেরে মাঠে এসে ওয়ার্নার ব্যাট হাতে করেন ৩৯বলে ৩৭ রান। এমন ধীরগতির ব্যাটিংয়ের কারণে হেরেছে তার দলও।
আগে ব্যাট করা সিক্সার্সের ১৫১ রান টপকাতে পারেনি থান্ডার। টার্গেটে ব্যাট করতে নেমে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস থান্ডারকে দারুণ শুরু এনে দেন। অন্য প্রান্তে ধীলগতির ব্যাটিং করতে থাকেন ওয়ার্নার। ১৭তম ওভার পর্যন্ত ব্যাট করেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post