স্পোর্টস ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশের সামনে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করা টাইগারদের সামনে আজ হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর মিশন। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
হিউস্টনে আজ আগে বোলিং করবে বাংলাদেশ। টস জিতে সফরকারীদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। শেষ টি-টোয়েন্টিতে একাদশে ফিরেছেন লিটন দাস। উইকেট রক্ষক জাকের আলীর জায়গায় লিটনকে ফেরানো হয়েছে। এছাড়া আরো একটি পরিবর্তন আছে একাদশে। শরিফুল ইসলামের পরিবর্তে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ। এদিকে যুক্তরাষ্ট্র একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছে। অধিনায়ক মোনাক পাটেল আজ খেলছেন না। তার জায়গায় নেতৃত্ব দিচ্ছেন অ্যারন জোন্স।
যুক্তরাষ্ট্র একাদশ: অ্যারন জোন্স (অধিনায়ক), অ্যান্ড্রিস গিউস, কোরি অ্যান্ডারসন, জাসদ্বীপ সিং, নিতিশ কুমার, মিলিন্দ কুমার, নিসার্গ পাটেল, নসতুশ কেনজিগে, সৌরভ নেটরাভালকার, শেডলে নেত্রভালকার ও শায়ান জাহাঙ্গির।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাশ, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post