স্পোর্টস ডেস্কঃ জার্মান বুন্দেসলিগায় মাইনৎসকে ৮-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবারের ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি একটি গোলে অ্যাসিস্টও করেছেন বায়ার্নের ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। দলের বড় জয়ে গোল করে ও করিয়ে বুন্দেসলিগার একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন এই তারকা।
গোলবন্যা বইয়ে দিলেও, এখনই থামতে চান না কেইন। আরও রেকর্ড ভাঙার প্রত্যয়ের কথা জানিয়েছেন তিনি। ম্যাচ শেষে কেইন নিজের হ্যাটট্রিক ও দলের জয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও উদ্যাপন করেছেন। সেখানে এক পোস্টে লিখেছেন, ‘আরও আসছে।’
কেইনের হ্যাটট্রিকটি ছিল বায়ার্নের হয়ে চতুর্থ। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম মৌসুমেই চারটি হ্যাটট্রিক করতে পারেননি আর কেউই। এ ছাড়া লিগে ম্যাচে দুই বা তার বেশি গোল করলেন এ নিয়ে আটটি দলের বিপক্ষে। এটিও বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে কোনো ফুটবলারের প্রথম কীর্তি। আর বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে তাঁর গোল হলো ৩৬টি। যার মধ্যে লিগে ২৫ ম্যাচেই ৩০ গোল হয়ে গেছে তাঁর। যা লিগের ইতিহাসে প্রথম মৌসুমে সর্বোচ্চ গোল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post