স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) টানা দ্বিতীয় শিরোপা জিতল লাহোর কালান্দার্স। শনিবার রাতের ফাইনালে রোমাঞ্চকর জয় পেয়েছে শাহিন আফ্রিদির দল। মুলতান সুলতান্সের বিপক্ষে শেষ ওভারের নাটকে ১ রানে জিতেছে লাহোর। এতে গত আসরের মতো এবারো শিরোপা উৎসবে মাতল দলটি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২০০ রানের পুঁজি গড়ে মুলতানকে আটকে লাহোর দেয় ১৯৯ রানে। আগে ব্যাট করতে নেমে ঝড়ো হাফ-সেঞ্চুরি করেন লাহোরের আব্দুল্লাহ শফিক। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৬৫ রান করে আউট হন। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩০ রান করেন মির্জা বেগ।
৩৪ বলে ৩৯ রান করেন ফখর জামান। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। স্যাম বিলিংস ৯ ও সিকান্দার রাজা ১ রান করে আউট হন। শেষ দিকে তাণ্ডব চালিয়ে লাহোরের রান দুইশতে নিয়ে যান অধিনায়ক আফ্রিদি। লাহোরের এই ক্রিকেটার অপরাজিত ছিলেন ১৫ বলে ৪৪ রানের ইনিংস খেলে। তাঁর ইনিংসে ছিল ৫ ছক্কা ও ২ চার।
মুলতানের হয়ে ২৪ রানে ৩টি উইকেট নেন উসামা মীর। ১টি করে উইকেট নিয়েছেন আনোয়ার আলি, ইসানউল্লাহ ও খুশদিল শাহ। উইকেট পাননি কাইরন পোলার্ড। জবাবে ১ রান দূরে থাকতে থামতে হয় মুলতানকে। গতবারের ফাইনালেও তাদেরকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর। সেই ফাইনাল থেকে এবারের ফাইনাল পর্যন্ত টানা চার ম্যাচে মুলতানকে হারাল আফ্রিদির দল।
রান তাড়ায় প্রত্যাশিত শুরুই করেছিল মুলতান। প্রথম ৩ ওভারে ৪০ রান তোলা মুলতানের উদ্বোধনী জুটি ভাঙেন ডেভিড ভিসে। উসমান খানকে বোল্ড হয়ে ফিরে যেতে হয় ১৮ রান করে। এই ওপেনারের বিদায়ের পর তাণ্ডব চালান রাইলি রুশো। ৩১ বলে হাফ সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। তবে ৫২ রান করে বিদায় নিতে হয় এই প্রোটিয়াকে। তার বিদায়ের পর আউট হয়েছেন মোহাম্মদ রিজওয়ানও। ৩৪ রান করা মুলতানের অধিনায়ক খেলেন ২৩ বল। রুশোর ৩২ বলে ৫২ রানের ইনিংসে ছিল ৭ চার ও ২ ছক্কা।
শেষ ৫ ওভারে মুলতানের যখন ৬০ রান প্রয়োজন তখন পোলার্ডকে বিদায় করেন আফ্রিদি। ১৯ রান করা ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটারের ক্যাচ নেন ফখর জামান। ইনিংসের ১৮তম ওভারে বোলিংয়ে এসে আফ্রিদি আউট করেছেন টিম ডেভিড, আনোয়ার আলী এবং উসামা মীরকে। তবে আব্বাস ও খুশদিল মিলে মুলতানকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ১ রানের সমীকরণ মেলাতে পারেননি।
খুশদিল ২৫ ও আব্বাস আফ্রিদি ১৭ রান করেন। লাহোর অধিনায়ক আফ্রিদি ৪ ওভারে ৫১ রান খরচ করলেও ৪টি উইকেট দখল করেন। ২৬ রানে ২টি উইকেট নেন রশিদ খান। ১টি উইকেট নিয়েছেন ডেভিড ভিসে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post