স্পোর্টস ডেস্ক:: স্বাধীনতার পর থেকেই দেশের ফুটবলে এমন রেকর্ড হয়নি। বসুন্ধরা কিংস সেই ‘রেকর্ড’ই করলো। টানা বার মৌসুমে লিগ শিরোপা জিতলো ফুটবলের জাগরণ তৈরি করা ক্লাবটি। প্রতিষ্ঠার পর থেকেই বসুন্ধরা কিংসের জয়রথ চলছেই।
নিজেদের কিংস অ্যারেনায় শুক্রবার শেখ রাসেল ক্রীড়াক্রে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই টানা চতুর্থবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো দলটি। দশ গোলের রোমাঞ্চকর এক ম্যাচ দেখেছেন সমর্থকেরা। যেখানে ৬-৪ গোলে জয়ী কিংস শিবির।
১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট কিংসের। ১৫টি ম্যাচ জিতেছে দলটি। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ৩৪। বড় ব্যবধানে এগিয়ে থাকা তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতলো কিংসরা।
নিজেদের মাঠে আধিপত্য ধরে রেখেই খেলতে থাকে কিংসরা। ম্যাচেোর ৭ম মিনিটে দোরিয়লতন গোমেজের গোলে লিড নেয় দলটি। সমতায় ফিরতে শেখ রাসেলও খুব একটা সময নেয়নি। ম্যাচের ২৬তম মিনিটে ম্যাচের স্কোর লাইন ১-১ করে দলটি মিনিট দশকেই পরেই শেখ রাসেল লিড নেয়। ৩৮তম মিনিটে দীপক রায় ব্যবধান ২-১ করে ফেলেন।
প্রথমার্ধেই আবার সমতায় ফেরে বসুন্ধরা। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কিংস অধিনায়ক রবসন রবিনহো ব্যবধান ২-২ করে ফেলেন। বিরতির আগেই লিড নেয় দলটি। মিনিট দু’একের মধ্যেই গোল করেন মোরসালিন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তার করা গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে রেখে বিরতিতে যায় চ্যাম্পিয়নরা।
বিরতির পরও গোলের ধারা অব্যাহত রাখে দু’দলই। ম্যাচের ৫০ ও ৬৫তম মিনিটে গোল করে হ্যাটট্রি পূর্ণ করেন দোরিয়েলতন। ৬৯তম মিনিটে কেনেথ ইকেচুকুর গোলে শেখ রাসেল ৫-৩ ব্যবধান করেন। হ্যাটট্রিক করেও থামেননি দোরিয়েলতন। ম্যাচের ৭৬তম মিনিটে নিজের চতুর্থ ও দলের ষষ্ঠ গোল করেন তিনি। ৬-৩ ব্যবধানে লিড নেয় বসুন্ধরা। কেনেক ইকেচুকু ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করলে ব্যবধান কমে ৬-৪ হয়। তবে বড় জয়ে চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে কিংস শিবির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post