স্পোর্টস ডেস্ক:: দশ বছর পর ইংলিশদের টেস্ট ক্রিকেটে হারিয়েছে লঙ্কানরা। ওভাল টেস্ট শ্রীলঙ্কা জিতেছে আট উইকেটের বড় ব্যবধানে।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩২৫ রানের জবাবে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৬৩ রানে। লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড এবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায়। ২১৯ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা মাত্র দুই উইকেট হারিয়ে তুলে নেয় দুর্দান্ত এক জয়।
ওভালে ২২ বছর পর টেস্ট জিতেছে লঙ্কানরা। এই জয়ের নায়ক পাথুম নিশাঙ্কা। ২১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে তিনি একাই করেছেন ১২৭ রান করে জয় নিয়েই মাঠ ছাড়েন। তার সঙ্গী হন ৩২ রানে অপরাজিত থাকা অ্যাঞ্জেলা ম্যাথিউজ। ৩৯ রান করেন তিনে নামা কুশল মেন্ডিস। ৮ রানে সাজঘরে ফিরেন ওপেনার দিমুথ করুনারাত্মে।
ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস একটি উইকেট লাভ করেন।
এর আগে লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। জিমি স্মিথের ৬৭ রানে ভর করে কোনো মতে ১৫৬ রান করতে পারে দলটি। লঙ্কান দুই বোলার লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো ধ্বসিয়ে দেন ইংলিশদের। কুমারা ৪টি ও ফার্নান্দা ৩টি উইকেট লাভ করেন।
এর আগে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে চড়ে ২৬৩ রান তুলে। ডি সিলভা ৬৯ রান করেন। নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিস দু’জনেই ৬৪ রান করে সংগ্রহ করেন। দুই ইংলিশ বোলার জস হাওয়েল ও অলি স্টোনি ৩টি করে উইকেট লাভ করেন। এর আগে স্বাগতিকরা নিজেদের প্রথম ইনিংসে অধিনায়ক পোপের ১৫৪ রানের ইনিংসে ভর করে ৩২৫ রান করেছিলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০