স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বকাপে ব্যর্থ হয়েছে ব্যাটে-বলে। আর তাই আইসিসির টি-২০ অলরাউন্ডার র্যাংকিংয়ে বার বছরের মধ্যে সর্বনিম্ন স্থানে নেমে যেতে হয়েছে তাকে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে সাকিব যখন শীর্ষ অলরাউন্ডার হয়েছিলেন প্রথমবার, এরপর আর কখনো এতো নিচে নামতে হয়নি তাকে। এবারের বিশ্বকাপে ব্যাট-বলে বলার মতো কিছুই করতে পারেননি তিনি। একটি ম্যাচে মাত্র হাফ সেঞ্চুরি করে ছিলেন। আর তাই র্যাংকিংয়েও অবনমন হয়েছে বেশ।
র্যাংকিংয়ে সাকিব শীর্ষ স্থানে থেকে বিশ্বকাপ শুরু করেছিলেন। বিশ্বকাপের শেষের আগেই নেমেছেন ছয় নম্বরে। এর আগে কখনো পাঁচের নিচে নামতে হয়নি তাকে। ২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর গত ১২ বছরে তিনি কখনো পাঁচের নিচে ছিলেন না।
বাংলাদেশের ব্যর্থ বিশ্বকাপে সাকিব ব্যাটিংয়ে ৭ ম্যাচে ১৮.৫ গড় ও ১০৬.৭৩ স্ট্রাইকরেটে ১১১ রান করেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে বলার মতো ৬৪ রানের ইনিংস একটিই আছে। বল হাতে ৭ ম্যাচে ৭.৫০ ইকোনমিতে নেন মাত্র ৩টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post