নিজস্ব প্রতিবেদকঃ কিছুদিন আগেই ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়ে ১৪ বছর পর টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ঐতিহ্যবাহী দলটি। এবার ফাইনাল নিশ্চিত করেছে আবাহনী লিমিটেডও।
ফেডারেশন কাপের দ্বিতীয় সেমি ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আকাশী-নীলদের সামনে পাত্তায়ই পায়নি শেখ রাসেল।
ম্যাচের ৩৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায় আবাহনী। কলিনদ্রেসের গোলে ম্যাচে লিড নেয় আকাশী-নীল শিবির। বিরতির পর দলটির হয়ে জোড়া গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম। ম্যাচের ৫১ ও ৭০ মিনিটে গোল করে বড় জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ে ফাইনালে পা রাখলো আবাহনী। এতে করে ১৪ বছর পর ফেডারেশন কাপে দেখা যাবে আবাহনী-মোহামেডান ফাইনাল। ২০০৯ সালে ফেডারেশন কাপে সবশেষ ফাইনাল খেলেছিল আবাহনী ও মোহামেডান। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের বিপক্ষে সেই ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হয়েছিল। তবে টাইব্রেকারে ৪-১ গোলে জিতে শিরোপা উঁচিয়ে ধরে মোহামেডান।
সময়ের পরিক্রমায় আগের ছাপ নেই দুই দলের লড়াইয়ে। তবে এরপরও যেন কিছু সময়ের জন্য পুরোনো সেই রূপ ফিরতে যাচ্ছে দেশের ফুটবলে। দেশের ফুটবলের কাঙ্খিত আর স্বপ্নের ফাইনালে দেখা যাবে দুই ঐতিহ্যবাহী দলকে। আগামী ৩০ মে, এই কুমিল্লাতে হবেই দুই দলের হাইভোল্টেজ লড়াই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post