স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটকে নুর আলি জাদরানের বিদায়। ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন আফগানিস্তানের এই টপ অর্ডার ব্যাটার। আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের সর্বশেষ টেস্ট ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন জাদরান। আর এই ম্যাচ দিয়েই শেষ হয়েছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। বৃহস্পতিবার (৭ মার্চ) নিজেদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে জাদরানের অবসরের বিষয়টি জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
ক্যারিয়ারের শেষ বেলায় এসে টেস্ট ক্রিকেটের স্বাদ পান জাদরান। গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে এই সংস্করণে পা রাখেন তিনি। ওই ম্যাচে ভাতিজা ইব্রাহিম জাদরানের সঙ্গে ওপেনিংয়ে নেমে আলোচনার জন্ম দেন। দুই ইনিংসে তার রান ছিল ৩১ ও ৪৭। গত মাসে আফগানিস্তানের সবশেষ টেস্টেও খেলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে ৭ ও ৩২ রান করেন জাদরান।
দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ৫১টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাদরান। খেলেছেন ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপেও। তবে ওই বছরের পর আর রঙিন পোশাকে খেলার সুযোগ মেলেনি জাদরানের। টেস্টে তার অভিষেকই হয়েছে চলতি বছর। আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট খেলেই বিদায় জানিয়েছেন এই ফরম্যাটকেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post