স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগায় আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। রোববার আলমেরিয়ার বিপক্ষে ০–২ গোলে পিছিয়ে পড়েও জয় পেয়েছে তারা। তাতে কার্লো আনচেলত্তির দল উঠল লা লিগার শীর্ষে। সান্তিয়াগো বার্নাব্যুতে আলমেরিয়াকে ৩-২ গোলে হারায় রিয়াল।
ঘরের মাঠে রিয়াল পিছিয়ে পড়েছিল ম্যাচের বয়স ৩৮ সেকেন্ড হতেই। লারজি রামাজানি এগিয়ে দেন আলেমেরিয়াকে। ৪৩ মিনিটে নাচোর ভুলে এদগার গঞ্জালেস ২-০ গোলে এগিয়ে দেন তাদেরকে। তবে আলমেরিয়াকে চেপে ধরে ৫৭ মিনিটে এক গোল শোধ দেয় রিয়াল। খানিক আগে বদলি নামা হোসেলুর হেড হাতে লাগে প্রতিপক্ষের খেলোয়াড় কাইকির। মাঠের পাশে রাখা ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি জুড বেলিংহাম।
৬৭ মিনিটে ভিএআরের হস্তক্ষেপে ভিনিসিয়ুস জুনিয়র গোল পান। অবশ্য তাঁর গোল প্রথমে বাতিল করেছিলেন রেফারি। এরপর ভিএআরের কল্যাণে রিয়াল পায় ম্যাচে সমতা। এরপর যোগ করা সময়ের নবম মিনিটে জয়সূচক গোলটি পায় স্বাগতিকরা। বেলিংহামের বানিয়ে দেওয়া বলটি ধরে গোল করে রিয়ালকে ৩ পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন ডিফেন্ডার দানি কারভাহাল।
প্রত্যাবর্তনের গল্প লিখে পাওয়া জয়ে ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ উঠিয়েছে রিয়াল। সমান ম্যাচে জিরোনার পয়েন্টও ৪৯। আজ রাতে ঘরের মাঠে সেভিয়াকে হারালে অবশ্য আবার শীর্ষে উঠে যাবে জিরোনা। রাতে আরেক ম্যাচে রিয়াল বেতিসের মাঠে খেলবে চতুর্থস্থানে থাকা বার্সেলোনা। তিনে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post