স্পোর্টস ডেস্কঃ ২০ মাসের জন্য নিষিদ্ধ হলেন আফগানিস্তানের তারকা পেসার নাভীন উল হক। আর এই নিষেধাজ্ঞা দিয়েছে ইন্ট্যারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি)। সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগ এনে এই শাস্তি দিয়েছে নাভীনকে।
মূলত ২০২৪ সালের ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের জন্য নাভীনকে রিটেইন করতে চেয়েছিল শারজাহ ওয়ারিয়র্স। এই দলের হয়েই গেল আসরে খেলেন নাভীন। তবে চুক্তি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন নাভীন। আর তাই শর্ত ভাঙার অভিযোগ আনা হয় নাভীনের বিরুদ্ধে।
এরপর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এর জন্য। টুর্নামেন্টের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট, নিরাপত্তা ও দুর্নীতি দমন প্রধান কর্নেল আজম এবং আমিরাত ক্রিকেট বোর্ডের সদস্য জায়েদ আব্বাসকে নিয়ে গঠন হওয়া তদন্ত কমিটি সেই অভিযোগের সত্যতা পেয়েছে। যার ফলেই টুর্নামেন্ট থেকে ২০ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নাভীনকে। এই নিষেধাজ্ঞা শুধুমাত্র আইএল টি-টোয়েন্টির ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
আইএল টি-টোয়েন্টির গেল আসরে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলে ৯ ম্যাচে ১১ উইকেট শিকার করেছিলেন এই আফগান পেসার। কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দেন নাভীন। তবে সেখানে একটি ধাক্কাই খেলেন তিনি। এবারই প্রথম নয়, এর আগে আইপিএলে বিরাট কোহলির সাথে দ্বন্দ্বে জড়িয়ে আলোচনায় এসেছিলেন নাভীন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post