স্পোর্টস ডেস্কঃ আগামী ৬ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের টিকেট বিক্রি শুরু হবে আগামীকাল (বুধবার) থেকেই। এবারের আসরের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে হয়েছে ২০০ টাকা। সর্বোচ্চ ১৫০০ টাকা।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আসন্ন বিপিএলে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ১৫০০ টাকা। এছাড়া ভিআইপি স্ট্যান্ড ১ হাজার টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকায় পাওয়া যাবে।
ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন টিকিট সংগ্রহ করা যাবে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বুধগুলোতে বিসিবির টিকিট বিক্রি করা হবে। ঢাকা পর্বের উদ্বোধনী রাউন্ডের টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল (বুধবার) থেকে।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াডের ১নং গেটের পাশে বিসিবির নিজস্ব বুথ থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। তবে চট্টগ্রাম ও সিলেট পর্বের টিকিট প্রাপ্তির স্থান প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায় নি বিসিবি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post