২০২৫, ২০২৬ ও ২০২৭ সালের আইপিএল শুরুর তারিখ নির্ধারণ
স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আগামি তিন মৌসুমে বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি শুরুর তারিখ নির্ধারণ করে ফেলেছেন। আইপিএলে অংশ নেওয়া দশ ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে আইপিএল শুরু এবং শেষের তারখিগুলো। আইপিএল উ্ইন্ডো নির্ধারণটি শেষ পর্যন্ত চূড়ান্ত তারিখই।
আগামি ২০২৫ মৌসুমের আইপিএল শুরু হতেও বেশি দিন বাকী নেই। আগামি ২৪ ও ২৫ নভেম্বর সৌদী আরবের জেদ্দায় হবে আইপিএলের দুই দিন ব্যাপী মেগা নিলাম। আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিদের কাছে যে উইন্ডো পাঠিয়েছে তাতে দেখা গেছে, আগামি ১৪ মার্চ শুরু হবে আইপিএলের এবারের আসর। যা শেষ হবে ২৫ মে।
আইপিএল উইন্ডো অনুযায়ী ২০২৬ আইপিএল শুরু হবে ১৫ মার্চ, শেষ হবে ৩১ মে, ২০২৭ আইপিএল ১৪ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩০ মে। শেষ তিন মৌসুমের মতো ২০২৫ আইপিএলেও ম্যাচ হবে মোট ৭৪টি। তবে ২০২৬ আইপিএলে ৮৪ ম্যাচ এবং চক্রের শেষ বছর ২০২৭ সালে ৯৪ ম্যাচেে আইপিএল মাঠে গড়ানোর কথা রয়েছে।
আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, বেশির ভাগ আইসিসি পূর্ণ সদস্যদেশের খেলোয়াড়েরা পরবর্তী তিন বছর আইপিএলে খেলার বিষয়ে নিজ দেশের বোর্ড থেকে সম্মতি পেয়েছেন। কেবল মাত্র পাকিস্তানের খেলোয়াড়রা নেই। আইপিএল কর্তৃপক্ষ এই তিন বছরের জন্য আইপিএল উইন্ডোতে ফ্রি থাকা ক্রিকেটারদের তালিকাও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
নিলামের ইতিমধ্যে দশটি ফ্র্যাঞ্চাইজি রিটেইন করেছেন ৪৬ জন ক্রিকেটারকে। আইপিএলের নিয়ম অনুযায়ী একটি দল সর্বোচ্চ ২৫জন ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। অর্থাৎ নিলাম থেকে দল পেতে যাচ্ছেন আরো ২০৪ জন ক্রিকেটার। এর মধ্যে ৭০ জন থাকবেন বিদেশি ক্রিকেটার।
নিলামে উঠবে ১১৬৫জন ভারতীয় ক্রিকেটারের। বিদেশীয় ৪০৯জন মিলিয়ে নিামে উঠছেন মোট ১৫৭৪ জন ক্রিকেটার। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৯১ জন ক্রিকেটার রয়েছেন দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার ৭৬ জন ক্রিকেটার আছেন নিলাম তালিকায়। ইংল্যান্ডের ৫২ জন ক্রিকেটার এবং আফগানিস্তানের ২৯ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। শ্রীলঙ্কারও ২৯ জন ক্রিকেটার রয়েছেন।
এ ছাড়াও নিউজিল্যান্ডের ৩৯ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন, নেদারল্যান্ডসের ১২ জন, আমেরিকার ১০ জন, আয়ারল্যান্ডের নয় জন, জিম্বাবোয়ের আট জন, কানাডার চার জন, স্কটল্যান্ডের দু’জন ক্রিকেটার নিলামে অংশগ্রহণ করছেন। ইতালি এবং সংযুক্ত আরব আমিরাতের এক জন ক্রিকেটারের নামও রয়েছে নিলামের তালিকায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০