স্পোর্টস ডেস্ক:: তিনি আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি বোলার। অথচ প্রথম দুই ম্যাচে উইকেটের দেখা পাননি। কলকাতা নাইট রাইডার্সের মিচেল স্টার্ক অবশেষে উইকেটের দেখা পেয়েছেন। তৃতীয় ম্যাচে এসে শিকার করেছেন দু’টি উইকেট।
আট বছর পর আইপিএলে ফিরে ছিলেন স্টার্ক। কলকাতা নাইট রাইডার্স নিলামের টেবিলে ঝড় তুলে দলে ভেড়ায় তাকে। সেজন্য তাদেরকে খরচ করতে হয়েছে ২৪ কোটি ৭৫ লাখ রুপি। আইপিএলের ইতিহাসে যা সর্বোচ্চ।
এতো দামি বোলার প্রথম দুই ম্যাচে ৮ ওভার বল করে ১০০ রান খরচ করেন। অথচ পাননি একটি উইকেটেরও দেখা। তবুও নাইট রাইডার্স দামি বোলারের উপর থেকে আস্থা হারায়নি। টানা তৃতীয় ম্যাচেও সুযোগ পান তিনি।
এবার দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে হাই স্কোরিং ম্যাচে ৩ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। নিজে বল হাতে খারাপ করলেও দলের দারুণ শুরুতে বেশ উচ্চ্বসিত স্টার্ক। কেননা কলকাতা তিন ম্যাচের তিনটিতেই জিতেছে।
ম্যাচ শেষে এনিয়ে স্টার্ক বলেন, ‘টি-২০ ক্রিকেটে আমাদের সবারই কিছুটা ভাগ্যের সহায়তা প্রয়োজন। ব্যাটের কানায় লেগে ক্যাচ হয়নি কয়েকবার, দু-একটি ক্যাচ পড়েছে, টি-টোয়েন্টি ক্রিকেট এমনই। আপনার খুব দ্রুতই এসব থেকে এগিয়ে যেতে হবে। কারণ, একটির পর একটি ম্যাচ আসতেই থাকে।’
নিজের শুরুটা ভাল হয়নি জানিয়ে স্টার্ক আরোবলেন, ৎযেমন শুরু চেয়েছিলাম তেমনটা পাইনি। তবে আমরা ম্যাচ জিতছি, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিন ম্যাচের তিনটিই জিতেছি আমরা। আজকে (গতকাল) আমরা ব্যাট-বলে দুর্দান্ত ছিলাম মনে হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post