স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে ডাকা হয়েছে নতুন তিন মুখ। এছাড়া দলে ফিরেছেন হারিস সোহেল ও ফখর জামান। ইনজুরির কারণে নেই শাদাব খান।
২৯ বছর বয়সী ব্যাটার তৈয়ব তাহির প্রথমবার ডাক পেয়েছেন পাকিস্তানের ওয়ানডে দলে। এছাড়া তার সাথে প্রথমবার ডাক পেয়েছেন উসামা মীর ও কামরান গোলাম। দলে ফেরানো হয়েছে ফখর জামানকে। যিনি কিনা ফিট ছিলেন না। এছাড়া দুই বছরেরও বেশি সময় আগে সবশেষ ওয়ানডে খেলা হারিস সোহেল ফিরেছেন।
তবে দলে জায়গা হয়নি শাদাব খানের। মূলত বিগ ব্যাশ খেলতে গিয়ে আঙ্গুলের চোটে পড়েছেন এই লেগ স্পিন অলরাউন্ডার। যার ফলে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না তিনি।
আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর যথাক্রমে ১১ ও ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। সবগুলো ম্যাচই আয়োজিত হবে করাচিতে।
পাকিস্তানের ১৬ সদস্যের ওয়ানডে দল
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, আঘা সালমান, শাহনওয়াজ দাহানি, তৈয়ব তাহির, উসামা মীর, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও নাসিম শাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post