স্পোর্টস ডেস্কঃ গত নভেম্বরে ওসাসুনার বিপক্ষে ম্যাচের ৩১তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের মাঠ ছেড়েছিলেন রবার্ত লেভানডফস্কিকে। লাল কার্ড দেয়ার কারণে মাঠ ত্যাগ করার সময় রেফারি হেসাস গিল মানজানোর উদ্দেশ্যে খুব বাজে অঙ্গভঙ্গি করেন এই ফরোয়ার্ড।
নিজের নাক স্পর্শ করে রেফারিকে কী যেন ইঙ্গিত করেন লেভা। যা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে খুব বাজে আচরণ হিসেবেই প্রমাণিত হয়েছে। ফলে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাঁকে। তবে বার্সার আপিলের প্রেক্ষিতে গত শুক্রবার তার নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেওয়া হয়। ফলে এই পোলিশ ফরোয়ার্ড খেলতে পেরেছিলেন কাতালান ডার্বিতে। যদিও ম্যাচটিতে পয়েন্ট হারায় বার্সা।
বুধবার জানা গেছে, লেভার নিষেধাজ্ঞা বহাল রেখেছে স্পেনের অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অব স্পোর্ট (টিএডি)। ফলে লা লিগায় বার্সেলোনার পরের তিন ম্যাচে খেলতে পারবেন না এই পোলিশ স্ট্রাইকার। লিগে নিজেদের পরের ম্যাচে আগামী রোববার অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে জাভি হার্নান্দেজের দল। এরপর ২২ জানুয়ারি গেতাফে ও ২৯ জানুয়ারি জিরোনার বিপক্ষে খেলবে তারা। এখন ম্যাচ তিনটিতে লেভাকে পাবে না দলটি।
এদিকে সম্প্রতি লেভা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এখনও ঠিক বুঝতেই পারছেন না; তাকে কেন এত বেশি শাস্তি দেওয়া হয়েছে। দলের পরের তিনটি ম্যাচ বেঞ্চে বসে দেখতে হবে ভেবেই খারাপ লাগছে তার। লেভা বলেন, ‘খুব কঠিন। কারণ আমার মনে হয়, আমি যা করেছি তার জন্য তিন ম্যাচ (নিষেধাজ্ঞা) নিশ্চিতভাবেই অনেক বেশি। এই কারণে তিন ম্যাচ খেলতে না পারা হবে কষ্টের।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post