স্পোর্টস ডেস্কঃ লম্বা সময় পর বুন্ডেসলিগায় ফেরা ডার্মস্টাডকে ৮-০ গোলে বিদ্ধস্ত করল বায়ার্ন মিউনিখ। শনিবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সব গোল হয়েছে দ্বিতীয়ার্ধে, ৫২ থেকে ৮৮ মিনিটের মধ্যে। বুন্ডেসলিগার এই ম্যাচে বাভারিয়ানদের হয়ে দারুণ ফিনিশিংয়ে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন করেন হ্যাটট্রিক। ২টি করে গোল করেন জামাল মুসিয়ালা ও লেরয় সানে।
গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। তবে দ্বিতীয়ার্ধে জ্বলে উঠে টমাস টুখেলের দল। ৫১ মিনিটে ডেডলক ভাঙেন কেইন। নিজেদের অর্ধ থেকে শট নিয়েছিলেন এই ইংলিশ স্ট্রাইকার। গোল উৎসব শুরু হয় বায়ার্নের। ৬৯ ও ৮৮ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চলতি মৌসুমে লিগে নবম ম্যাচে এটি তার ১২তম গোল।
গোল উৎসবের শুরু ও শেষটা কেইন করলেও মাঝে ৫৬ ও ৬৪ মিনিটে লেরয় সানে ও ৬০ ও ৭৬ মিনিটে গোল করেন মুসিয়ালা। ৭১ মিনিটে বাকি গোলটি আসে টমাস মুলারের পা থেকে। গোল উৎসবের আগে প্রথমার্ধের চতুর্থ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন বায়ার্নের জশুয়া কিমিচ। প্রথমার্ধে দুই ডিফেন্ডারকে হারিয়ে নয়জনের দলে পরিণত হয়েছিল ডার্মস্টাডও। ২১ মিনিটে ক্লাউস গাচুলা, ৪১ মিনিটে মাতে মেগ্লিচা মাঠ ছাড়েন।
এই ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেন বায়ার্ন তারকা মানুয়েল নয়ার। গত ডিসেম্বর স্কিইং করার সময় চোট পাওয়ায় এতো দিন খেলার বাইরে ছিলেন অভিজ্ঞ এই গোলরক্ষক। বুন্ডেসলিগায় ৯ ম্যাচে ৭ জয় ও ২ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে লেভারকুসেন।
Discussion about this post