স্পোর্টস ডেস্কঃ আন্তঃর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী (ইয়ুথ ও জুনিয়র) টুর্নামেন্ট’।
৪ জাতির হ্যান্ডবলের এই আসর আগামী ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে। টুর্নামেন্টটিতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, নেপাল এবং মালদ্বীপ।
টুর্নামেন্টের জন্য শনিবার (৬ মে) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে লোগো উন্মোচন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
সব মিলিয়ে দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএইচএফ ট্রফি। সবশেষ ২০১৬ সালে হয়েছিল এই টুর্নামেন্ট। সেখানে অংশ নিয়েছিল ৬টি দেশ। তবে এরপর করোনা ভাইরাসসহ বিভিন্ন কারণে টুর্নামেন্ট করা হয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post