স্পোর্টস ডেস্কঃ চল্লিশের কোটা পার হয়েছে বয়স। তবুও থামেননি জেমস অ্যান্ডারসন। এই ইংলিশ কিংবদন্তী এখনও ক্রিকেটটা চালিয়ে যাচ্ছেন। শুধু চালিয়ে যাচ্ছেন বললে ভুল হবে, দাঁপিয়ে বেড়াচ্ছেন। টেস্ট ক্রিকেটে যেভাবে খেলছেন তিনি, অনেক তরুণ পেসারও পাত্তা পাবেন না জিমির কাছে।
সেই জিমি এবার নতুন উচ্চতায়। ৪০ বছর বয়সে এসে টেস্টের বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের রাজত্ব থামিয়ে জিমিই এখন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার। ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ র্যাঙ্কিং হালনাগাদে সবার উপরে উঠে এসেছেন অ্যান্ডারসন।
অ্যান্ডারসনের নামের পাশে ৮৬৬ রেটিং পয়েন্ট। এই নিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন এই ডানহাতি পেসার। ২০১৬ সালে প্রথমবার কৃতত্বে নাম লেখান। এদিকে ৪০ বছর বয়সে বোলারদের টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসার ঘটনা এই নিয়ে পঞ্চমবার।
সবশেষ মাউন্ট মঙ্গান্যুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ৭ উইকেট শিকার করে র্যাঙ্কিংয়ে এই উন্নতি করেছেন অ্যান্ডারসন। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফর্ম করে ৮৬৪ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। আর শীর্ষে থাকা কামিন্স দুই ধাপ নিচে নেমে এখন ৮৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post