স্পোর্টস ডেস্ক::পাকিস্তান সুপার লিগে শান মাসুদ ও টিম ডেভিডের হাফ সেঞ্চুরি বৃথা গেছে ফাহিম আশরাফের লড়াইয়ে। মুলতান সুলতান্সকে ২ উইকেটের ব্যবধানে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। ৪১৪ রানের ম্যাচটিতে ইলাসামাবাদকে জিততে হয়েছে ইনিংসের শেষ ওভারে এক বল হাতে রেখে।
আগে ব্যাট করে শান মাসুদ ও টিম ডেভিডের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ২০৫ রান তুলেছে সুলতান। জবাবে খেলতে নামা ইসলামাবাদ এক বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফাহিম আশরাফের লড়াকু হাফ সেঞ্চুরিতে।
২০৬ রানের টার্গেটে খেলতে নামা ইলামাবাদ ইউনাইটেডকে জিতিয়ে মাঠ ছাড়েন ফাহিম আশরাফ। ২৬ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। পাঁচ চার ও দুই ছক্কায় সাজান নিজের ইনিংসটি। ২১ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন কুলিন মুনরো। ২৫ রান আসে ওপেনার রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে।
সুলতান্সের হয়ে আনোওয়ার আলী ৩টি, ইসানুল্লাহ ও উসামা মীর ২টি করে উইকেট লাভ করেন।
টস হেরে ব্যাট করতে নামা মুলতান সুলতান্স শান মাসুদ ও টিম ডেভিডের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ২০৫ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করেন ওপেনার শান মাসুদ। ৫০ বলের ইনিংসে ১২টি চার হাঁকিয়েছেন তিনি। ২৭ বলে ৬০ রান করেছেন আরেক হাফ সেঞ্চুরিয়ান টিম ডেভিড। চার চার ও পাঁচ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন এই ব্যাটার। ৩৩ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post