স্পোর্টস ডেস্ক:: ম্যাচটি জিতলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা হতো। প্রথমবারের মতো শীর্ষে উঠার মুকুট থাকতো আরো কিছু দিন। পুরো সিরিজ জুড়ে দুর্দান্ত খেলা বাবর-ফখররা এদিন ব্যর্থ হলেন। টম লাথামের দলও হোয়াইটওয়াশ এড়ালো। সঙ্গে পাকিস্তানের শীর্ষ স্থানের মুকুটও গেলো। ৪৮ ঘন্টা পেরুতেই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে তিনে নেমেছে পাকিস্তান। শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া।
দুই দলের রেটিং সমান থাকলেও পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকায় এক নম্বর দল থেকে তিন নম্বর দল হয়ে গেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার রেটিং ১১৩, পয়েন্ট ৩৯৬৫। এক ম্যাচ হারেই ১১৩ রেটিংয়ের পাকিস্তানের পয়েন্ট এখন ৩৩৪৮।
সফরকারী নিউজিল্যান্ড আগে ব্যাট করে উইল ইয়ং ও টম লাথামের ব্যাটে চড়ে ২৯৯ রান তুলেছিলো। ৩০০ রানের জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান ইফতিখারের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসের সঙ্গে আজহা সালমানের হাফ সেঞ্চুরিতে জিততে পারেনি। ৩.৫ ওভার হাতে রেখে ২৫২ রানেই থামে তাদের ইনিংস।
টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড উইল ইয়ং ও টম লাথামের ব্যাটে চড়ে ইনিংসের তিন বল বাকী থাকতে অলআউট হয় ২৯৯ রানে। ওপেনার উইল ইয়ং ৮৭ রান করেছেন। ৯১ বলের ইনিংসে দুই চার ও এক ছক্কা হাঁকিয়েছেন এই ওপেনার। সফরকারীদের অধিনায়ক টম লাথামও হাফ সেঞ্চুরি করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৫৯ রান। ৫৮ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন পাঁচ চারে। দুই ছয় ও পাঁচ চারে ৩৩ বলে ৪৩ রান করেছেন মার্ক চ্যাপম্যান। ২৮ রান করেছেন রাচিন রবীন্দ্রা।
পাকিস্তানের হয়ে শাদাব খান ও উসামা মীর ২টি করে উইকেট লাভ করেন।
৩০০ রানের টার্গেটে খেলতে নামা পাকিস্তান শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় অর্ধশতক পেরুতেই তিন উইকেট হারায় দলটি। ৫২ রানের মাথায় ফিরে যান অধিনায়ক বাবর আজম, ফখর জামান। দু’জনেই আগের ম্যাচগুলোতে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন। ফিরেন শাদাব খানও। প্রথম তিন ম্যাচের সেঞ্চুরিয়ান ফখর করেছেন ৩৩ রান। শান মাসুদ ফিরেছেন ৭ রানে। এক রান এসেছে অধিনায়ক বাবরের ব্যাট থেকে।
দ্রুত উইকেট হারানো দলটির হয়ে হাল ধরেন ইফতিখার। দারুণ ব্যাট করে কিউদ বোলারদের প্রতিরোধও গড়েন তিনি। তবে তাকে এক প্রান্তে রেখেই অন্য প্রান্তে যাওয়া-আসা করেন পাক ব্যাটাররা। শেষ পর্যন্ত তাই তিনি ৯৪ রানে অপরাজিত থাকলেও সেঞ্চুরি পাননি। ৭২ বলের ইনিংস সাজিয়েছেন আট চার ও দুই ছক্কায়। আরেক হাফ সেঞ্চুরিয়ান আজহা সালমান পঞ্চম উইকেটে তার সঙ্গে ৯৭ রানের জুটি গড়েছিলেন। ব্যক্তিগত ৫৭ রানে সালমানের বিদায়ের পর জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় পাকিস্তানের। রানের সমান বলের ইনিংসে সালমান ছয় চার ও এক ছক্কা হাঁকিয়েছেন। ২০ রান করেছেন উসামা মীর। শেষ পর্যন্ত পাকিস্তান ৪৬.১ ওভারে ২৫২ রানে গুটিয়ে যায়।
নিউজিল্যান্ডের হয়ে হেনরি শিপলে ও রচিন রবীন্দ্রা ৩টি করে উইকেট লাভ করেন।
পাঁচ ম্যাচের সিরিজ পাকিস্তান জিতেছেন ৪-১ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচে ৪৭ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে নিউজিল্যান্ড।
Discussion about this post