স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সৌম্য সরকার। তার সাথে উন্নতি করেছেন নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। তবে সবচেয়ে লম্বা লাফ দিয়েছেন সৌম্যই। যদিও এরপরও সেরা একশ’তে জায়গা করতে পারেননি তিনি। এদিকে শান্ত ও শরিফুল দেখা পেয়েছেন ক্যারিয়ার সেরা রেটিংয়ের।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে অনেক ক্রিকেটারই ঊজ্জল ছিলেন। তাদের একজন হলেন সৌম্য সরকার।
বাঁহাতি এই তারকা প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, দ্বিতীয় ম্যাচে ১৬৯ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেন। তৃতীয় ম্যাচে অবশ্য ব্যাটিং করতে পারেননি তেমন। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছে। তবে সেই সেঞ্চুরিতেই ব্যাটিং র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন সৌম্য। র্যাঙ্কিংয়ে ৫২ ধাপ উন্নতি করে তিনি এখন ১১১ নম্বরে অবস্থান করছেন।
এদিকে ৯ ধাপ উন্নতি করে ৪৯ নম্বরে অবস্থান করছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। তিনি সিরিজের প্রথম দুই ম্যাচে রান না পেলেও, শেষ ম্যাচে ফিফটি হাঁকিয়ে ৫১ রানে অপরাজিত ছিলেন। দলকে এনে দেন ৯ উইকেটের বিশাল জয়। সেই পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা ৫৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ৪৯তম অবস্থানে আছেন তিনি।
লম্বা লাফ দিয়েছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার শরিফুল। টাইগার পেসার ২৪ ধাপ উন্নতি করেছেন বোলারদের র্যাঙ্কিংয়ে। বর্তমানে তিনি অবস্থান করছেন ৩৫ নম্বরে। ৫২৩, ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে এই অবস্থানে আছেন তিনি। সিরিজে শিকার করেছিলেন ৬ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post