স্পোর্টস ডেস্কঃ আজাকসিওর বিপক্ষে লিগ ওয়ানে ৫-০ গোলের বড় জয় পেয়েছে পিএসজি। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। এছাড়া গোল করেছেন ফাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমি। বাকি গোলটি আত্মঘাতী। ২০২২-২৩ মৌসুমের লিগে ৩১ ম্যাচে এমবাপের গোলসংখ্যা বেড়ে হলো ২৬টি। তিনি আছেন আসরের গোলদাতাদের তালিকায় সবার উপরে।
পিএসজির বড় জয়ের ম্যাচে একটি দারুণ রেকর্ডে নাম লিখিয়েছেন এমবাপে। গত ৬০ বছরের বেশি সময় প্রথম ফরাসি খেলোয়াড় হিসেবে ফ্রান্সের শীর্ষ লিগে ভিন্ন চার আসরে অন্তত ২৫ গোল করলেন তিনি। ফরাসি এই ফরোয়ার্ড বসেছেন সাবেক তারকা তাদি চিসোভস্কির পাশে।
প্রথম ফরাসি খেলোয়াড় হিসেবে ফ্রান্সের শীর্ষ লিগের চারটি মৌসুমে কমপক্ষে ২৫ গোলের কীর্তি গড়েন তাদি। রেসিং প্যারিসের হয়ে ১৯৫৫-৫৬, ১৯৫৬-৫৭, ১৯৫৮-৫৯ ও ১৯৫৯-৬০ মৌসুমে এই কীর্তি গড়েছিলেন তিনি। এবার এই তালিকায় যুক্ত হলো এমবাপের নাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post