স্পোর্টস ডেস্কঃ নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৫০ গোলের মালিক এখন তিনি। পর্তুগিজ তারকার মাইলফলক স্পর্শ করা ম্যাচে বড় জয় পেল আল নাসর। গতকাল রাতে আল হাজমের বিপক্ষে ৫-১ ব্যবধানে পাওয়া জয়ে দলের চতুর্থ গোলটি এসেছে রোনালদোর কাছ থেকে। আর তাতে মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ তারকা।
আল হাজমের বিপক্ষে বক্সের ভেতর বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করে রেকর্ড ছুঁয়ে ফেলেন রোনালদো। আল নাসরের হয়ে এ নিয়ে ৩০ ম্যাচে ২৬ গোল হলো পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর। এ জয়ে ৫ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নম্বরে উঠে এলো আল নাসর। অন্যদিকে সমান ম্যাচে ৪ জয় ও ১ ড্র নিয়ে শীর্ষে অবস্থান করেছে আল হিলাল।
এদিকে মাইলফলক স্পর্শ করে রোনালদো বেশ উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, ‘আরও একটি দলীয় পারফরম্যান্স। আমরা উন্নতি করছি। এগিয়ে চলো আল নাসর।’ এরপর নিজের মাইলফলক নিয়ে রোনালদো আরও বলেছেন, ‘৮৫০তম ক্যারিয়ার গোল এবং আরও আসছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post