স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে টটেনহ্যামের কাছে হেরেছে লিভারপুল। গত রাতে ২-১ ব্যবধানে হেরেছে অ্যানফিল্ডের দল। টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর এই পরাজয় অলরেডদের।
টটেনহ্যামের মাঠে ২৬ মিনিটে ১০ জন আর ৬৯ মিনিটে নয়জনে পরিণত হয় লিভারপুল। তবু ১-১ গোলের ড্র’তে এক পয়েন্ট পাওয়ার আশায় ছিল ইয়ের্গুন ক্লপের দল। তবে সেটি আর হয় নি। ৯৬ মিনিটে পেদ্রো পোরোর ক্রস প্রতিহত করতে গিয়ে নিজের জালেই কেন বল পাঠিয়ে দেন জোয়েল মাতিপ।
শেষ বাঁশির ক্ষণিক আগে মাতিপের ওই আত্মঘাতী গোলেই টটেনহামের মাঠে ২–১ ব্যবধানে হেরে গেছে লিভারপুল। এই হারে ক্লপের দল পয়েন্ট তালিকার চার নম্বরে নেমে গেছে। দুইয়ে উঠে এসেছে টটেনহ্যাম। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট ম্যানচেস্টার সিটির আর তারাই আছে লিগের শীর্ষে। সমান ম্যাচে ১৭ পয়েন্ট স্পার্সের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post